Header Ads Widget

Responsive Advertisement

‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানকে ২৬৭ কোটি টাকা দিতে ডিসির চিঠি

‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানকে সরকারি কোষাগারে ২৬৭ কোটি ৩৩ লাখ টাকা জমা দিতে বলেছে চাঁদপুর জেলা প্রশাসন। ৪ সেপ্টেম্বর এক চিঠিতে অনতিবিলম্বে এই টাকা জমা দিতে বলা হলেও আজ বুধবার পর্যন্ত কোনো টাকা জমা দেননি তিনি। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বালু তোলার বিপরীতে (র‌য়্যালটি আদায়) ওই টাকা দিতে বলা হয়। জেলা প্রশাসনের চিঠিতে বলা হয়, সরকারি কোষাগারে টাকা জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেলিম খান সরকারি কোষাগারে টাকা জমা দিয়েছেন কি না, জানতে সন্ধ্যায় চাঁদপুরের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে প্রথম আলো। জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘এখনো টাকা জমা দেননি তিনি (সেলিম খান)।’ সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মালিক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে বালু তুলেছেন। তাঁর বিরুদ্ধে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করার অভিযোগ রয়েছে। সেলিম খানের এসব কর্মকাণ্ড নিয়ে গত বছরের ২ মার্চ প্রথম আলোতে ‘বালুখেকো’ চেয়ারম্যান তিনি শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেলিম খানকে চাঁদপুর জেলা প্রশাসকের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের আগস্ট মাসে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় চার বছরে সেলিম খানের প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্টারপ্রাইজ কী পরিমাণ বালু তুলেছে, এর বিপরীতে সরকারি কোষাগারে কত টাকা জমা দিতে হবে, তা নির্ধারণ করতে একটি উপকমিটি গঠন করা হয়। বিভিন্ন জরিপ ও প্রযুক্তির মাধ্যমে উপকমিটি চার বছরে সেলিম খান কী পরিমাণ বালু তুলেছেন, তা নির্ধারণ করে। চিঠিতে বলা হয়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ২১টি মৌজা থেকে সেলিম খান ৬৬৮ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৫৮৫ ঘনফুট বালু তুলেছেন। হাইকোর্ট বিভাগের একটি রিট আবেদনের রায়ের ভিত্তিতে প্রতি ঘনফুট বালুর বিপরীতে ৪০ পয়সা রাজস্ব নির্ধারণ করা হয়। এই হিসাবে ২৬৭ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৮৩৪ টাকা জমা দিতে বলেছে জেলা প্রশাসন। আরও পড়ুন সেলিম চেয়ার‌ম্যান কত বালু তুলেছেন, তা নিয়ে সংসদে প্রশ্ন এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম খানের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সেলিম খানকে নিয়ে গত বছর প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনে চাঁদপুর জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও বালু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়, জনস্বার্থে নৌপথ সচল করার কথা বলে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু তুলছেন সেলিম খান। তিনি এ ক্ষেত্রে সরকারি বিধিনিষেধও উপেক্ষা করেন। তিনি উচ্চ আদালতে একটি রিট আবেদন দেখিয়ে নদী থেকে বালু তুলেছেন। তিনি ছোট-বড় ২০০ ড্রেজার দিয়ে প্রতিদিন বালু উঠিয়েছিলেন। প্রথম আলোর অনুসন্ধানকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেছিলেন, সেলিম খান একসময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। জোট সরকারের আমলে তিনি বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে ওঠাবসা করতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি স্থানীয় সংসদ সদস্য (চাঁদপুর-৩) ও বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিতি পান। এর পর থেকে এলাকায় বালু তোলার একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে ওঠেন সেলিম খান। তিনি সিনেমায়ও টাকা লগ্নি করেন। তাঁর প্রযোজিত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। আরও পড়ুন ‘বালুখেকো’ চেয়ারম্যান তিনি সেলিম খান ব্যাপক আলোচনায় আসেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, এ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাব করা জায়গার বড় অংশ নামে-বেনামে কিনে নেন তিনি। এসব জমির দলিল করতে গিয়ে মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি মূল্য দেখানো হয়। সরকারের কাছ থেকে কৌশলে বিপুল টাকা নিতে এমন কারসাজি করা হয়। এ নিয়েও গত বছরের ২৭ জানুয়ারি ‘মন্ত্রী-ঘনিষ্ঠদের দুর্নীতির জাল’ শিরোনামে প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ২০১৯ সালে দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযানকালেও সেলিমের নাম আলোচনায় আসে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেলিম তখন কিছুদিন আত্মগোপনে ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন বাংলাদেশ থেকে আরও পড়ুন দুর্নীতিবিশেষ সংবাদঅনিয়ম আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় মহালের সীমানার বাইরে চলছে দিন–রাত বালু উত্তোলন ৭ আগস্ট কেদেরখোলা বালুমহালের সঠিক সীমানা নির্ধারণসহ অপরিকল্পিত ও নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে চিঠি দেন উপজেলার বীরগাঁও ইউনিয়নের ... ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর কেদেরখোলা বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। রোববার দুপুরে রসিদের মাধ্যমে ২৬-২৭ টাকায় হিমাগার থেকে আলু বেচতে হবে জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘২৬ থেকে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি হলে যথেষ্ট লাভ থাকে। অথচ একটি অদৃশ্য হাত এখানে কাজ করেছে, এক মাস ধরে আলুর বাজারকে অস্থির করে তুলেছে।’ জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিদর্শক এ এইচ এম সফিকুজ্জামান আজ মুন্সিগঞ্জে আলুর হিমাগার পরিদর্শনে যান গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সিডিএতে আকস্মিক অভিযানে দুদক নকশা অনুমোদন ফরমের জন্য দুই হাজার টাকা এবং সিডিএর কর্মচারীদের কল্যাণ তহবিলের জন্য ২০ টাকা করে জমা দিতে হয় আবেদনকারীদের। সাধারণত আবেদনকারীরা হয়রানি এড়াতে সিডিএর কর্মচারীদের মাধ্যমে এই ফরম জমা দেন। বুধবার সকালে দুদকের হটলাইনে এক ব্যক্তি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে সিডিএ কার্যালয়ে যায় দুদকের একটি টিম। চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর সেলিম চেয়ার‌ম্যান কত বালু তুলেছেন, তা নিয়ে সংসদে প্রশ্ন বিলের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, সেলিম চেয়ারম্যান ইতিমধ্যে কত বালু তুলেছেন, মন্ত্রী তা জানেন কি না, জানাবেন। লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান আরও পড়ুন শরীয়তপুর মন্দিরের পুকুর বালু দিয়ে ভরাট ০৯ সেপ্টেম্বর ২০২৩ অবৈধভাবে বালু উত্তোলন অভিযানে গিয়ে ‘জিম্মি’ ভ্রাম্যমাণ আদালত ৩১ আগস্ট ২০২৩ ‘ব্ল্যাক বেবি’ তরমুজ চাষে ৫৫ হাজার টাকা খরচ করে ১ লাখ ১২ হাজার টাকা বিক্রি ২৭ আগস্ট ২০২৩ রিপলি’স বিলিভ ইট অর নট! প্রতিদিন একমুঠো বালু ও নুড়িপাথর খান তিনি ০৩ আগস্ট ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ